সাম্প্রতিক সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠকে যতো দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার প্রধানের মনোভাবও স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ সচিব।
বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার কথাও বলেন মন্ত্রিপরিষদ সচিব।
Tags:
News